বেলাব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর বেলাবতে আজ কোভিড-১৯ প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি ও অক্সিজেন ব্যবস্থাকরণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী ও নরসিংদী – ৪ (বেলাব-মনোহরদী) আসনের সাংসদ এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, টিকা কার্যক্রমের মধ্য দিয়ে করোনার ভয়াবহতা নিরসন সম্ভব। টিকা গ্রহণের উপযোগী প্রত্যেকেরই টিকা গ্রহণ জরুরি। আমার এ বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিশ্রুতি অনুযায়ী নিজ অর্থায়নে অক্সিজেন ব্যবস্থাকরণ কার্যক্রম আজ শুরু করলাম। বেলাবতে কেউ অক্সিজেনের অভাবে মারা যাবেনা। শিল্পমন্ত্রী তার কর্মব্যস্ত দিনের কার্যসূচি শুরু করেন বেলাব সদর ইউনিয়নে টিকা কার্যক্রম কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ব্যবস্থাকরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন। পরে তিনি কয়েকটি টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিনূর আক্তার, বেলাব অফিসার ইনচার্জ শাফায়াত হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, গোতাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন আফ্রাদ প্রমুুখ।