বুধবার, ০৭ জুন ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

আগামীকাল রোববার থেকে খোলা থাকবে ব্যাংক বীমা ও শেয়ারবাজার

প্রতিনিধির নাম / ১১৮৭ বার
আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: মহামারি মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় গত (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২ পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না তবে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয় এর পর থেকেই একে একে আসে শেয়ারবাজার ও বীমা কোম্পানির কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত। আগামীকাল ২৫ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক খোলার নির্দেশনা আসার পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কঠোর বিধিনিষেদের মধ্যে শেয়ারবাজারের লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। সিদ্ধান্ত মতে, আগামীকাল রোববার থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেয়ারবাজার লেনদেন হবে। এ লেনদেনে স্বাভাবিক সময়ের মতো ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোষ্ট ক্লোজিং সেশন থাকবে। এদিকে বীমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত জানায়। কঠোর বিধিনিষেধের মধ্যে বীমা কোম্পানির প্রধান কার্যালয় ও গুরুত্ব পূর্ণ শাখা অফিস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!