মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ অপরাহ্ন

ইফান হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

তানভীর আহমেদ / ১০৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
ইফান_হত্যার _আসামিদের_দ্রুত_গ্রেফতার_দাবিতে_মানববন্ধন
ইফান হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

তানভীর আহমেদ, স্টাফ রিপোর্টার: ইফান হ,ত্যার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাড়াইলে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওনাথ গোর,স্থানের সামনে আয়োজিত মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ইফান হ,ত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

গেল ২৬ শে জুলাই ফুটবল খেলাকে কেন্দ্র করে তালজাঙ্গা ইউনিয়নের দেওনাথ গ্রামের জামাল খানের ছেলে নাজমুল হুদা ইরফানকে ছু’রি দিয়ে হ,ত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ইফানের পিতা বাদী হয়ে ১৪ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হ,ত্যা মামলা দায়ের করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক দুইজনকে আটক করলেও একজন বর্তমানে উচ্চ আদালতের রায়ে জামিনে আছে। বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করেছে ও ধরাছোঁয়ার বাইরে এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে। অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনের ভুক্তভোগী পরিবারের লোকজন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!