বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৩১ অপরাহ্ন

এডঃ শাহ আবদুল্লাহ হেল হাদীর দাফন সম্পন্ন

তানভির আহমেদ, স্টাফ রিপোর্টার / ১০১৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
এডঃ_শাহ_আবদুল্লাহ_হেল_হাদীর_দাফন_সম্পন্ন
এডঃ শাহ আবদুল্লাহ হেল হাদীর দাফন সম্পন্ন। ছবি: নরসিংদী জার্নাল

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এডভোকেট শাহ আবদুল্লাহ হেল হাদী (এস এ হাদী) ২৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা অনুমান ৭-১৫ মিনিটে ভেলানগর ছায়াবীথি আবাসিক এলাকা, ব্যাংক কলোনি নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তানভীর আহমেদ স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ শাহ আবদুল্লাহ হেল হাদীর দাফন সম্পন্ন।

মরহুমের প্রথম জানাজা নামাজ ৩০ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নরসিংদী কোর্ট প্রাঙ্গণ, ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ উনার নিজ বাড়ি মনোহরদী উপজেলার বড়চাপা হাইস্কুল মাঠে দুপুর ৩ টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তিনি স্ত্রী ও তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী-বেলাবরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন (বকুল) এম পি,

এডঃ_শাহ_আবদুল্লাহ_হেল_হাদীর_দাফন_সম্পন্ন
মনোহরদী উপজেলার আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়ষীশ রায়, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দোলন,

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম সুলতান উদ্দিন, নরসিংদী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শহিদুল্লাহ শহিদ, বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, এছাড়াও আওয়ামীলীগ-বিএনপি, জাতীয় পার্টির নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এডভোকেট শাহ আবদুল্লাহ হেল হাদীর জানাজায় মাননীয় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এম পি) শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!