বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন

করোনায় ফের দেশে সর্বোচ্চ মৃত্যু ২৬৪, নতুন শনাক্ত ১১১৬৪

সাব্বির হোসেন / ১১০৫ বার
আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
দেশে সর্বোচ্চ মৃত্
দেশে সর্বোচ্চ মৃত্

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ১৬১ জনে। এছাড়াও নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন করোনা রোগী।

আজ মঙ্গলবার ( ১০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ১৫৬ জন পুরুষ ও ১১০ জন নারী। মৃতদের ১০ জন বাড়িতে আর সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৯২ জন, চট্টগ্রামে ৬০ জন, রাজশাহী ২৫ জন, খুলনা ২৭ জন, বরিশাল ১১ জন, সিলেটে ১৭ জন, ময়মনসিংহে ১৮ জন ও রংপুরে ১৪ জন রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!