মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন

করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড, ২৪ ঘন্টায় মৃত্যু ২৪৭ জন

সাব্বির হোসেন / ১২৪৯ বার
আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
২৪_ঘন্টায়_করোনা_ও_উপসর্গে_পলাশের_৩_জনের_মৃত্যু
দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: দেশে করোনায় মৃত্যু ও শনাক্তে রেকর্ড, ২৪ ঘন্টায় মৃত্যু আরও ২৪৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫২১ জনে। এছাড়া রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ১৯২ জনের দেহে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯.৮২ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন করোনা রোগী।

আজ সোমবার (২৬ জুলাই) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১র১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।

মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী। মৃতদের ২৬ জন বাড়িতে আর সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৭২ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহী ২১ জন, খুলনা ৪৬ জন, বরিশাল ১২ জন, সিলেটে ১৪ জন, ময়মনসিংহে ৫ জন ও রংপুরে ১৬ জন রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!