বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

প্রদীপ কুমার দেবনাথ / ১০২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন। ছবি: নরসিংদী জার্নাল

বেলাব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ (৫ জুলাই) বৃহস্পতিবার বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরের নেতৃত্বে উপজেলা পরিষদ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলা প্রশাসন চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও বেলাব সরকারি হোসেন আলী কলেজের অধ্যক্ষ বাবু বীরেশ্বর চক্রবর্তী এবং স্কাউটদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
এসময় সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তাগণ মুক্তিযুদ্ধ ও দেশগঠনে পিতার পাশে থেকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের ক্রীড়াঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদানের কথা তুলে ধরে তার খুনীদের প্রতি ধিক্কার জানান তারা। শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!