বেলাব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: খুলনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরে হামলা ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নরসিংদীর বেলাবতে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বেলাব শাখার নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় বেলাব উপজেলা হিন্দু মহাজোট সভাপতি রাজীব চক্রবর্তী পিন্টুর সভাপতিত্বে সকাল ১১ টায় বেলাবতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক শিবু পাল, সিনিয়র সহ-সভাপতি রাজন কর্মকার, সহ-সভাপতি সুধন সুত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতীশ কান্তি ঘোষ, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।