মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিলে আরও ২৪৫ জন, করোনা শনাক্ত ১১ হাজার ৪৬৩ জন

সাব্বির হোসেন / ১২০০ বার
আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
২৪_ঘন্টায়_করোনা_ও_উপসর্গে_পলাশের_৩_জনের_মৃত্যু
দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৮৯৭ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৬৩ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৩ লাখ ৬৫ হাজার ১৯৮ জন করোনা রোগী।

আজ সোমবার ( ৯ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৭ জন নারী। মৃতদের ১১ জন বাড়িতে আর সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহী ১০ জন, খুলনা ২৫ জন, বরিশাল ৬ জন, সিলেটে ১৮ জন, ময়মনসিংহে ১৩ জন ও রংপুরে ১৯ জন রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!