স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল: গবেষণার কল্যাণে বিলুপ্ত প্রজাতির মাছ গুলো ফিরে এসেছে বলেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আজ সকালে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন করা হবে। এর আগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন শিল্পমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম, শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নার্গিস সুলতানা, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মিসবাহুল নূর আনোয়ার কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।