মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৫১ অপরাহ্ন

ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

সাব্বির হোসেন / ১১১৪ বার
আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

পলাশ প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ আগস্ট) দুপুরে ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ৬ নং ওয়ার্ড উত্তর চরপাড়া মহল্লা থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর প্রকৌশলী আনোয়ার সাদাৎ, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল ও স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, এডিশ মশা যেন বংশ বিস্তার না করতে পারে সে দিকে বিশেষ লক্ষ্য রেখেই আজ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছি। পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লা ও বাড়ির আঙিনা পরিস্কারের জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের মধ্যে যেন ডেঙ্গুর প্রকোপ না দেখা দেয়, সেই লক্ষ্যে পৌরবাসীকে নিরাপদ রাখতে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশক নিধনে স্প্রে করা হবে। পাশাপাশি পৌর এলাকার সব নাগরিককে তাদের বাসা বাড়ির ফুলের টব ও এসিসহ অন্যান্য স্থানে যেন কোন অবস্থাতেই পানি জমে না থাকেম,সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!