সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ ঘোড়াশাল জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) রোখসানা আক্তার জানান, আজ রবিবার সকালে পুতুল ফ্যাক্টির লোকজন উপকেন্দ্রের ভিতর শব্দ ও ধুয়া দেখতে পেয়ে আমাদের খবর দেন। এ খবর পেয়ে আমাদের লাইনম্যানরা ঘটনাস্থলে আসার পর অজ্ঞাত যুবকের আগুনে পুরে যাওয়া মরদেহে দেখতে পায়। ধারণা করছি আমাদের অনেকগুলো গ্রাউন্ডিং তার কেটে নিয়ে গেছে আরেকটি তার কাটার সময় হয়তো শর্ট সার্কিটে তার মৃত্যু হয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।