মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

ঘোড়াশাল পৌর নির্বাচন : ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক / ১৫১৬ বার
আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
ঘোড়াশাল_পৌর_নির্বাচন_:_৬_মেয়র_প্রার্থীর_মনোনয়ন_পত্র_জমা

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঘোড়াশাল পৌর নির্বাচন : ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র জমা। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগে থাকছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী।

আজ রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয়পার্টি এবং জাতীয়পার্টির বিদ্রোহী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের মাঠে বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ‘জয়’ একটু কঠিন হতে পারে বলে জানান সাধারন ভোটাররা।

সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর ভোট হবে এ পৌরসভায়। দুই বারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক এবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন বোর্ড তাকে এবার মনোনয়ন দেন নাই। ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. আল মুজাহিদ হোসেন তুষার।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মো. ইলিয়াস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ কমিটির যুগ্ম সম্পাদক তানজিরুল হক রনি।

অপরদিকে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিজামউদ্দিন এবং জাতীয় পার্টির বিদ্রোহী হিসেবে এড. আবদুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী যুব আন্দোলন পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছাঃ জোবাইদা খাতুন জানান, পৌর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্ষন্ত মেয়র পদে ৬ জন, সাধারন কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৫৮ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১১ অক্টোবর সোমবার মনোনয়নপত্র বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার ও ১৮ অক্টোবর প্রতিক বরাদ্ধ দেয়া হবে বলে জানান নির্বাচন অফিসার। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!