নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: ‘চাকরিজীবী লীগ’ করার কারণে আওয়ামী লীগীলের মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগীলের উপদেষ্টা পদ থেকে বহিস্কার হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। শনিবার (২৪জুলাই) আওয়ামী লীগীলের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি ‘বাংলাদেশ চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি ও মাহবুব মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। গত কিছুদিন ধরে এই সংগঠনে জেলা-উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি- সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পরলে ফেইসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর।
এ বিষয়ে চুমকি আরো বলেন তার কন্ডকাণ্ডে উপ কমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।