মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

আব্দুল খালিক / ১১৭৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
ফতেহপুরে_রাস্তার_টাকা _ত্মসাতের_অভিযোগে_জেলা_প্রশাসকের_কাছে_স্মারকলিপি
ফতেহপুরে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। ছবি: নরসিংদী জার্নাল

আব্দুল খালিক, নরসিংদী জার্নাল: ফতেহপুরে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি। গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের রাস্তা সংস্কারের কাবিটা’র টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এর মাধ্যমে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছেন গুলনী গ্রামবাসী। গত ১২ সেপ্টেম্বর গ্রামবাসী ফতেহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার গৌছ উদ্দিনের বিরুদ্ধে রাস্তার সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ এনে স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, ফতেহপুর ইউনিয়ন পরিষদের প্রাপ্ত তহবিল থেকে গুলনী গ্রামের আয়ূব আলীর বাড়ির নিকট হতে পেটেশ সাঁওতালের বাড়ি ভায়া নতুন লেন (গুলনী চা-বাগান) পর্যন্ত রাস্তার সংস্কার প্রকল্প নামে কাবিটা প্রকল্প থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকার কাজ পাশ করান। অথচ প্রকল্পভূক্ত এরিয়ার অধিকাংশ জায়গায় রাস্তার কোন অস্তিত্বই নেই।

প্রকল্পভুক্ত রাস্তার সংস্কার কাজ না করেই মেম্বার গৌছ উদ্দিন স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে গত ১৮/০৮/২০২১ইংরেজী বুধবার তারিখে গ্রামবাসীর অগোচরে সংশ্লিষ্ট প্রকল্প অফিসারকে প্রকল্প পরিদর্শন করিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিল উত্তোলনের চেষ্টা করছেন। যা স্পষ্টতই দুর্নীতি ও সরকারি টাকা আত্মসাতের চেষ্টা।

উল্লেখ্য, মেম্বার গৌছ উদ্দিন এর বিরুদ্ধে এরকম দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সরকারি টাকা আত্মসাৎ, দুর্নীতিরোধ ও প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গুলনী গ্রামের আজিজুর রহমান, তেরা মিয়া, হাবিবুর রহমান, লিয়াকত আলী, জামাল উদ্দিন, আজমল হুসেইন, রহিম, কামাল, ময়বুর, ফখর উদ্দিন, বুরহান, মুহিবুর, আসাদ মিয়া, ফয়ছল, হেলাল, মাহিন, সাজু আব্দুল হালিম প্রমুখ।

রাস্তা টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রবাসী কল্যাণ মন্ত্রী, জেলা দুর্নীতি দমন কমিশন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বরাবারে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!