বেলাব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘ দলে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকলেও প্রতিহিংসা থাকবেনা। প্রতিহিংসার রাজনীতি কখনও সফল হয়না। এখন দুঃসময়। এই দুঃসময়েও বেলাবতে প্রচুর উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে জনগণের পাশে থেকে রাজনীতি করেছেন তাঁকে অনুসরণ করে তার কন্যা জননেত্রী শেখ হাসিনাও সব সময় গণমানুষের রাজনীতি করছেন। আমরা তাঁরই অনুগত আওয়ামীলীগ যারা যেকোনো দুঃসময়ে, দুর্যোগে বাংলাদেশের জনগণের পাশে থেকেছে।’
তিনি আজ শনিবার (১৪ আগস্ট) নরসিংদীর বেলাবতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে বেলাব উপজেলা অডিটরিয়ামে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ বেলাবরের মানুষ প্রতিবাদী। বেলাবই আমাকে আজকের জায়গায় পৌঁছিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই বেলাববাসীকে সাথে নিয়ে হায়েনা প্রতিরোধে নেমেছিলাম। বৈশ্বিক মহামারী করোনা যখন সারা বিশ্বকে শেষ করে দিয়েছে, তখনও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাপকভাবে চলমান রয়েছে। এখন আমরা উন্নত দেশের কাতারে আছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. গোলাম ইয়াহিয়া, এ. বি. এম রুহুল আজাদ, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ), শিল্পমন্ত্রীর একান্ত সচিব আব্দুল ওয়াহেদ (উপসচিব শিল্পমন্ত্রণালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আক্তার, বেলাব থানা অফিসার ইনচার্জ মো. সাফায়েত হোসেন পলাশ। এছাড়াও বেলাব সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ প্রমুখ বক্তৃতা করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পমন্ত্রী বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।