মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৪ হাজার ৯২৫ নরসিংদীতে ৯৭

মোঃ আলমগীর খন্দকার / ১৩৯৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদী জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৯৭ জন করোনা শনাক্ত হয়েছে। ২৬০টি র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় আরও ৯৭ জনের সরিলে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের হার ৩৭.০৩ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, শিবপুর উপজেলায় ৪১ জন, মনোহরদী উপজেলায় ৮ জন,বেলাব উপজেলায় ১৮ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৭২৩ জন, রায়পুরা উপজেলায় ৩৪৩ জন, শিবপুর উপজেলায় ৬৬৮ জন, বেলাব উপজেলায় ৩৫০ জন, পলাশ উপজেলায় ১০৩৯ জন, মনোহরদী উপজেলায় ৩০৯ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬ হাজার ৪৩২ জন ও মৃত্যু ৭০ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৬৬ জনসহ মোট আইসোলেশন মুক্ত ৪ হাজার ৮৬৮ জন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এসব তথ্য জানান।

বর্তমানে নরসিংদী কোভিট- ১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭০ জন ও সন্দেহজনক আরো ৩৪ জনসহ মোট ১০৪ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৭ জন রোগীকে ছাড়াপত্র দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টা আরও নতুন রোগী ভর্তি হয়েছেন ৬ জন ও রেফার্ডকৃত ৪ জন।

এ পর্যন্ত নরসিংদী জেলায় ৭০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, শিবপুর উপজেলায় ৯ জন, পলাশ উপজেলায় ৬ জন মনোহরদী উপজেলায় ৫ জন, বেলাব উপজেলায় ৭ জন।

দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৪ হাজার ৯২৫ নরসিংদীতে ৯৭এই দিকে দেশে করোনায় মৃত্যুর রেকর্ড থামছেইনা, ২৪ ঘন্টায় মৃত্যু ২৫৮ জন
দেশে করোনায় ফের মৃত্যুর রেকর্ড, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ২৫৮ জনের। এ নিয়ে ১৯ হাজার ৭৭৯ জনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১৪ হাজার ৯২৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন করোনা রোগী। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৮.৪৪ শতাংশ।

এ তথ্য জানানো হয়  আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

মৃতদের ১৫ জন বাড়িতে আর সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১২০ জন নারী। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৮৪ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহী ২১ জন, খুলনা ৫০ জন, বরিশাল ১৩ জন, সিলেটে ৭ জন, ময়মনসিংহে ১১ জন ও রংপুরে ১১ জন রয়েছেন।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!