ডেস্ক রিপোর্ট: দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৬৯৪ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন করোনা রোগী।
আজ মঙ্গলবার ( ৫ অক্টোবর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ৭০৮ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, খুলনায় ২ জন ও ময়মনসিংহে ১ জন।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।