মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২২৮ জন ও শনাক্ত ১১,২৯১

সাব্বির হোসেন / ১১৫১ বার
আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
২৪_ঘন্টায়_করোনা_ও_উপসর্গে_পলাশের_৩_জনের_মৃত্যু
দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ২৭৪ জনে। এছাড়া নতুন করে আরও ১১ হাজার ২৯১ জনের দেহে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩০.০৪ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন করোনা রোগী শনাক্ত হলো ।

আজ রবিবার (২৫ জুলাই) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন ১০ হাজার ৫৮৪ জন সুস্থ হয়েছেন। ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন মোট সুস্থ হয়েছেন।

মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ১২৫ জন পুরুষ ও ১০৩ জন নারী। মৃতদের ১৪ জন বাড়িতে আর সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৬৯ জন, চট্টগ্রামে ৪০ জন, রাজশাহী ২১ জন, খুলনা ৫০ জন, বরিশাল ৬ জন, সিলেটে ১১ জন, ময়মনসিংহে ১৫ জন ও রংপুরে ১৬ জন রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!