মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৫ অপরাহ্ন

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবলীগ নেতার দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মিঠু সূত্রধর পলাশ / ১১৪৯ বার
আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবলীগ নেতার দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান
যুবলীগ নেতা হাজী মো. সাইফুল ইসলামের দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান। ছবি: নরসিংদী জার্নাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী হাজী মো. সাইফুল ইসলাম।

আজ শনিবার সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. হাবিবুর রহমানের কাছে এই সিলিন্ডার দুটি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা মো.শামিম রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমর ফারুক, প্রবাসী মো. অলি উল্লাহ প্রমুখ।

এসময় যুবলীগের নেতা হাজী মো.সাইফুল ইসলাম বলেন,এই করোনার মহামারিতে আমি আমার সাধ্য মতে এলাকার সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাসে থাকার চেষ্টা করেছি মাত্র। আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরো বড় কোন জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!