নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদী জেলায় একদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্ত হয়েছে দ্বিগুন। ২৪ ঘন্টায় ৩০৬টি র্যাপিড এন্টিজেন পরীক্ষায় আরও ১২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৩ জন, পলাশ উপজেলায় ৭ জন, শিবপুর উপজেলায় ৫০ জন ও বেলাব উপজেলায় ১৬ জন, মনোহরদী উপজেলায় ৩ জন ও রায়পুরা উপজেলায় ১১ জন। গত ২৪ ঘন্টায় নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের গড় হার ৩৯.২২ শতাংশ।
এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৬ হাজার ৯৫ জন, মৃত্যু ৬৯ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ২০ জনসহ মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৪ হাজার ৭৬০ জন। আজ রবিবার (২৫ জুলাই ) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৫৭৯ জন, শিবপুর উপজেলায় ৫৮৯ জন, পলাশ উপজেলায় ১০০৬ জন, মনোহরদী উপজেলায় ২৯৫ জন, বেলাব উপজেলায় ৩০৯ জন ও রায়পুরা উপজেলায় ৩১৭ জন।
এ পর্যন্ত করোনায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, পলাশ উপজেলায় ৬ জন, বেলাব উপজেলায় ৭ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও শিবপুর উপজেলায় ৯ জন।