বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

সাব্বির হোসেন / ১৩৬৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
রসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৪
রসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৪

সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: নরসিংদীর ছয়টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় আরও ২৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় এটিই রেকর্ড সংখ্যক শনাক্ত। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৪৭ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৩২ জন, পলাশ উপজেলায় ৪৯ জন, শিবপুর উপজেলায় ৩৩ জন, বেলাব উপজেলায় ৪৩ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও রায়পুরা উপজেলায় ১৭ জন।

এ নিয়ে নরসিংদী জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত ৬ হাজার ৮৯২ জন, মৃত্যু ৭১ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৯৭ জনসহ মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৫ হাজার ৪৯ জন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই ) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এসব তথ্য জানান।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৯০৪ জন, শিবপুর উপজেলায় ৭৪০ জন, পলাশ উপজেলায় ১ হাজার ১০৭ জন, মনোহরদী উপজেলায় ৩৫৬ জন, বেলাব উপজেলায় ৪১৬ জন ও রায়পুরা উপজেলায় ৩৬৯ জন।

বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭০ জন ও সন্দেহজনক রোগী ৩৯ জনসহ মোট ১০৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি রয়েছেন ৪ জন ও রেফার্ডকৃত ১ জন। এছাড়া ২৪ ঘন্টায় ২ জন করোনা রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এ পর্যন্ত করোনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৪ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৭ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৫ জন ও শিবপুর উপজেলায় ৯ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!