আলামগীর খন্দকার, নরসিংদী জার্নাল: নরসিংদীতে নদীপথে ৬ ঘন্টায় টানা ৪০ কিঃমিঃ সাঁতার কেটে রেকর্ড গড়লেন পল্লী চিকিৎসক বকুল। আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৬ টায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে উত্তাল মেঘনার বুকে সাঁতার শুরু করে নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান দুপুর ১২ টায়।
এ সময় স্পিডবোট, নৌকা ও ট্রলার নিয়ে শতশত দর্শক তার সফরসঙ্গী হয়। নদীর দুই পাড়েই ছিল উৎসুক দর্শকের উপচে পড়া ভিড়। ঘাটে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানাতে জড়ো হয়।
এ সময় রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
নরসিংদীর সদর উপজেলার খোলাদিলা গ্রামের ডা.সিদ্দিকুর রহমানের ছেলে বকুল পেশায় একজন পল্লী চিকিৎসক। ৬ সন্তানের জনক এর আগেও রায়পুরার মনিপুরা ঘাট থেকে নরসিংদী থানা ঘাটে প্রায় ২০ কিলোমিটার নদী পথ পাড়ি দিয়ে রেকর্ড করেছিলেন। বকুল বলেন, সাঁতারের মাধ্যমে তিনি বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান।