মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি / ১২৯৭ বার
আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে পৃথক পৃথক কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টায় ‘জয়বাংলাচত্বরে’ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ৭১’ এর সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে রঞ্জিত কুমার সাহা সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কড়া পুলিশ প্রহরায় দ্বিধাবিভক্ত জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!