মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

নরসিংদীতে ১৬ দিন পর করোনায় আরও ১ জনের মৃ’ত্যু

নিজস্ব প্রতিনিধি / ১৫২৮ বার
আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
নরসিংদীতে_১৬_দিন_পর_করোনায়_আরও_১_জনের_মৃ'ত্যু

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদীর শিবপুরে গত ২৪ ঘন্টায় আরও ১ জনের করোনায় মৃ’ত্যু হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত ১ রোগীর মৃ’ত্যু হয়।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৯০টি র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় আরও ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের গড় হার ৮.৮৯ শতাংশ।

আরটিপিসিয়ার ল্যাবে গত ২৪ ঘন্টার আরও ১৩৩টি নমুনা পরীক্ষা পেন্ডিং রয়েছে। এ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৫৫ হাজার ৫৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৫১ জনের দেহে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনায় মৃ’ত একজন শিবপুরের এবং শনাক্ত ৮ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৫ জন, বেলাব উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ২ জন।

এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬ হাজার ১৫ জন, রায়পুরা উপজেলায় ৬০৮ জন, বেলাব উপজেলায় ৭২৪ জন, মনোহরদী উপজেলায় ৮৮৩ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৩৯৫ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৬২৬ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ৩৩ জন। এদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, রায়পুরা উপজেলার ২ জন, শিবপুর উপজেলার ৪ জন, বেলাব উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ৫ জন। এ পর্যন্ত ছয় উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ১১ হাজার ৮ জন।

বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৯ জন এবং সন্দেহজনক রোগী ৩৩ জনসহ মোট ৪২ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ৪৭৩ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন। এছাড়াও আরও দুই জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদী জেলার ছয় উপজেলায় ৮৯ জনের মৃ’ত্যু হয়েছে। মৃ’তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৯ জন ও পলাশ উপজেলায় ১২ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!