মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন

নরসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৪

সাব্বির হোসের / ১৩১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
রসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৪
রসিংদীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৯৪

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর মিছিলে আরও দুই জন। এদের মধ্যে নরসিংদী সদরের ১ জন ও শিবপুরের ১ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ছয়টি উপজেলায় ৪৪২টি নমুনা পরীক্ষায় আরও ৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ শনাক্তের গড় হার নমুনার সংখ্যা বিবেচনায় ২১ শতাংশ।

নতুন আক্রান্ত ৯৪ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩০ জন, পলাশ উপজেলায় ২২ জন, শিবপুর উপজেলায় ৬ জন, বেলাব উপজেলায় ৬ জন, মনোহরদী উপজেলায় ২৫ জন ও রায়পুরা উপজেলায় ৫ জন। আজ বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুরে এ তথ্য জানান, নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।

তিনি আরও জানান, এ পর্যন্ত ছয়টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৮২২ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৬০ জন, পলাশ উপজেলায় ১ হাজার ৪০২ জন, মনোহরদী উপজেলায় ৬১৯ জন, বেলাব উপজেলায় ৬১৩ জন ও রায়পুরা উপজেলায় ৫০৮ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৯ হাজার ২৫ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ১৮১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, রায়পুরা উপজেলার ৯ জন, বেলাব উপজেলার ২৩ জন, মনোহরদী উপজেলার ৪২ জন, শিবপুর উপজেলার ৩৯ জন ও পলাশ উপজেলার ১৯ জন।

এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৬ হাজার ৫৫০ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ৭০ জন এবং সন্দেহজনক রোগী ৫২ জনসহ মোট ১২২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন ও রেফার্ডকৃত ৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর ছয় উপজেলায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৬ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৯ জন, রায়পুরা উপজেলায় ১০ জন, মনোহরদী উপজেলায় ৬ জন ও শিবপুর উপজেলায় ১০ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!