সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: এ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৫৩ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৪১ জনের দেহে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৪ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬ জন, বেলাব উপজেলায় ২ জন, মনোহরদী উপজেলায় ৩ জন, শিবপুর উপজেলায় ১ জন ও পলাশ উপজেলায় ২ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৫ হাজার ৯৪৫ জন, রায়পুরা উপজেলায় ৬০৪ জন, বেলাব উপজেলায় ৭১৮ জন, মনোহরদী উপজেলায় ৮৭৭ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৩৭৮ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৬১৯ জন।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ৪৭ জন। এদের মধ্যে সদর উপজেলার ২৬ জন, বেলাব উপজেলার ৭ জন, মনোহরদী উপজেলার ৫ জন, শিবপুর উপজেলার ৮ জন ও পলাশ উপজেলার ১ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ১০ হাজার ৭৮৫ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনারোগী ১৬ জন এবং সন্দেহজনক রোগী ১৯ জনসহ মোট ৩৬ জন ভর্তি রয়েছেন।
এ নিয়ে আজ পর্যন্ত মোট ১ হাজার ৪২৮ জন রোগী ভর্তি করা হয়। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪ জন ও রেফার্ডকৃত ০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯ জনকে ছাড়পত্র প্রদান করা হয়। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৮ জনের মৃ’ত্যু হয়েছে। মৃ’তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৮ জন ও পলাশ উপজেলায় ১২ জন।