সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: নরসিংদীর এসপি ফুল সজ্জিত গাড়িতে বিদায় নিলেন। চিরায়ত নিয়মে বিদায় নিলেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নরসিংদী জেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন তিনি।
নরসিংদী জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে বিদায় জানানো হয়।
এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম যশোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নরসিংদী জার্নাল বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।