নরসিংদীর নতুন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আশরাফুল আজীম, পিপিএম। তিনি আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৮ সালের ৭ জুন থেকে কাজী আশরাফুল আজীম, পিপিএম শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়। ২০০৫ সালের ২ জুলাই কাজী আশরাফুল আজীম বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নরসিংদী জার্নাল বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।