নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল ডটকম: নরসিংদীর পলাশে রাতের আঁধারে বাড়িতে ঢুকে ১৩ বছরের এক কিশোরীকে শরীফ নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) কিশোরীর মা বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেন। পরে শরীফকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পলাশেরচর গ্রামের কামাল মিয়ার ছেলে শরীফ মাঝের চর গ্রামে ওই কিশোরীর বাড়িতে আসা যাওয়া করতো এবং তার মাকে মা বলে ডাকতো। আজ বৃহস্পতিবার (১ জুলাই) কিশোরীর মা স্থানীয় একটি মিলে কাজ করতে গেলে রাত ১টার দিকে শরীফ তাদের বাড়িতে যায়।
পরে খালি বাড়ি পেয়ে কিশোরীকে ঘর থেকে বের করে পাশের রান্না ঘরে নিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরী এ ঘটনার সব তার মাকে খুলে বলে। এর পর থেকে শরীফ এলাকায় নিজের প্রভাব খাটিয়ে এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করে। পরে কিশোরীর পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করে বিচার না পেয়ে অবশেষে পলাশ থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ দায়ের করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের করা হলে গ্রাম পুলিশ সদস্য শরিফকে গ্রেফতার করে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।
১৫ জুলাই, (নরসিংদী জার্নাল ডট কম) মো. আলমগীর খন্দকার