নাসিম আজাদ, নরসিংদী জার্নাল: নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র শরীফুল হকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খানেপুড় কাউন্সিলর অফিস সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র শরীফুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কবির হোসেন, পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আমিনুল হক ভূইয়া ও অত্র ওয়ার্ডে সর্বস্তরের সাধারণ জনগণ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।