নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল ডটকম: পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামে। এ ব্যাপারে আজ বুধবার দুপুরে কিশোরীর মা বাদী হয়ে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নরসিংদী জার্নাল প্রতিনিধি, মামলার অভিযোগ ও ভূক্তভোগী পরিবারের সাথে কথা বলেন, তারা জানান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মালাপাড়া গ্রামের শাহআলমের ছেলে মো.সৈকত (১৮) পরিবারের সাথে ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের ইউনুস কেরানীর ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো।
এদিকে একই বাড়িতে মা-বাবার সাথে বসবাসরত থাকাবস্থায় পলাশের ১৩ বছর বয়সের জনৈক কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে ঘটনার দিন বাড়িতে খালি পেয়ে সৈকত জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনার এক পর্যায়ে ইজ্জত রক্ষার্থে কিশোরীটি পাশ্ববর্তী তসলিমা নামের এক গৃহবধুর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।