মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

নরসিংদীর পলাশে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু

সাব্বির হোসেন / ১৫০২ বার
আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
২৪_ঘন্টায়_করোনা_ও_উপসর্গে_পলাশের_৩_জনের_মৃত্যু
দেশে ফের বাড়লো করোনায় মৃত্যু, ২৪ ঘন্টায় মৃত্যু ২৩। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: গত ২৪ ঘন্টায় নরসিংদীর পলাশ উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জন করোনাভাইরাস ও উপসর্গে মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ভূঁইয়া (৭২), ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (৭০)। এছাড়া করোনা উপসর্গে মৃত্যু হয় ঘোড়াশাল স্টেশন এলাকার বিলকিস সাহারা বেগম (৬০)।

বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করে তার ছেলে মঈনুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি অসুস্থ হলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষা করে হলে চলতি মাসের ৩ আগস্ট করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

তার মরদেহ পলাশে নিয়ে আসা হলে আজ বুধবার সকাল ১১টায় চরনগরদী জিআরসি ফুটবল খেলার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এখানে তাকে রাষ্ট্রেীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ থানার এসআই একে আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহিম কাসেমী প্রমুখ।

ঘোড়াশাল মিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের পক্ষ্য থেকে করোনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব। তিনি আরও জানান, চলতি মাসের ১ আগস্ট রবিবার মকবুল হোসেনের ছোট ভাই নানকির হোসেন করোনা উপসর্গ নিয়ে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গে মৃত্যু বিলকিস সাহারা বেগমের ছেলে সুমন জানান, আজ বুধবার সকালে করোনা উপসর্গে আমার মা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে তার ফুসফুসের এতোটা সংক্রমণ হয়েছিলো যে তাকে আইসিউতে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!