মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে নিখোঁজের ছয়দিনেও মিলছেনা রাকিবের সন্ধান

আলমগীর পাঠান / ১৪৪৮ বার
আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
Belab Rakib Nikhoj narsingdijournal.com

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর বেলাব উপজেলা নারায়নপুর ইউনিয়নের অন্তর্গত নারায়নপুর পূর্ব পাড়া মোঃ আবুল হোসেনের ৩য় ছেলে মোঃ রাকিব মিয়া (২০) গত ২১ শে জুলাই ২০২১ বুধবার বিকালে নিজ বাড়ি হতে হাড়িয়ে গেছে। চার ভাই বোনের মধ্যে রাকিব ৩য়।

বাড়িতে কাইকে কিছু না বলে বেড়েয়ে গেছে। তার বিগত ১ মাস পূর্বে স্মৃতি শক্তি কিছুটা নষ্ট হয়ে যায়। পূর্বেন কোনো কিছুই মনে রাখতে পারে না। এক মাস পূর্বে রাকিব সম্পূর্ন সুস্থ ছিল।

সে ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং ১ টি ছেলে সন্তানের জনক। অনেক খুজাখুজির পর ও তার সন্ধান পাওয়া যায় নি। রিপোর্ট লেখার প্রাক্কালে বেলাব থানায় যায়৷ সাধারন ডাইরী করার জন্য। সন্ধান প্রার্থী বড় ভাই ০১৭৬৫ ৩৯৪২৭৩.।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!