নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর বেলাবতে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং ৪০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন।
আজ (২৫ শে জুলাই) রবিবার উপজেলার পোড়াদিয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন। ভ্রাম্যমাণ আদাল পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনীর, পুলিশ ও বিজিবি সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিন জানান, চলমান লকডাউনের সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলার চেষ্টা করেন। তাই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করে যাচ্ছি।
এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনাকারণে বাহিরে ঘোরাফেরা না করার বিষয়ে সচেতনতা তৈরী করার লক্ষ্য কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।