মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদীতে আ’গু’নে প্রবাসীর বাড়ি পু’ড়ে ছা’ই

তানভীর আহমেদ / ১৩৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
মনোহরদীতে_আগুনে_প্রবাসীর_বাড়ি_পুড়ে_ছাই
মনোহরদীতে আ'গুনে প্রবাসীর বাড়ি পু'ড়ে ছাই ছবি: নরসিংদী জার্নাল

তানভীর আহমেদ স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের বসতবাড়িতে অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ওই পরিবারের প্রায় সব কিছু।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর সরকার বাড়ির রফিক সরকার এবং মাসুদ সরকারের বাড়িতে এই অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটে।

তাদের পিতা আলাউদ্দিন সরকার নরসিংদী জার্নালকে জানান, সোমবার বিকেলে তিনি মেয়ের বাসায় নরসিংদী যান। বাড়িতে ছিল না কোনো লোকজন। আজ মঙ্গলবার সকালে প্রতিবেশী এক ভাতিজা ফোন করে বাড়ির অ’গ্নি’কা’ণ্ডের খবর দেন।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় আ’গু’ন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মনোহরদী থানা পু’লিশ।

তিনি আরো বলেন, দ্রুত বাড়িতে এসে দেখি সব পুড়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার সময় বৈ’দ্যু’তিক লাইন বন্ধ করে গিয়েছিলাম। বি’দ্যুৎ থেকে আ’গু’ন লাগেনি। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। পূর্ব শ’ত্রু’তার কারণে কেউ হয়তো আ’গু’ন লাগিয়ে দিয়েছে।

তিনি বলেন, বাড়ির পাঁচটি কক্ষ, নগদ ত্রিশ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি খাট, দুইটা ফ্রিজ, চারটা কেবিনেট, একটা সেলাই মেশিনসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দুই ছেলের কষ্টার্জিত সবকিছু শেষ গেছে। এখন পথে বসার উপক্রম হয়েছে।

মনোহরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ডিউটি অফিসার জানান, কিভাবে আ’গু’নের সূত্রপাত হয়েছে তা ত’দ’ন্ত ছাড়া বলা যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!