মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মোঃ আলমগীর খন্দকার / ১৭২৬ বার
আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
traditional raipura boat racing 2021 narsingdijournal.com
পলাশতলী ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিকী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদী রায়পুরার চর পলাশতলী ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিকী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। গত (২২ শে জুলাই) বৃহস্পতিবার বিকেল ৩টায় মেঘনা নদীতে ঐতিহ‍্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

উক্ত নৌকা বাইচে অংশগ্রহন করেন জনাব আওয়াল মিয়া সাহেবের লাল দল বনাম জনাব ইদ্রিস আলীর সবুজ দল। গ্রাম বাংলার ঐতিহ‍্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিলো এলাকাবাসী। এই প্রতিযোগিতায় দুই দলের দুইটি করে বাইচ করা হলেও তারা জয় পরা জয়ের খেলায় বিচারক মন্ডলীদের চোখে লাল দল বনাম সবুজ দল সমান বলে ভিবেচনায় আসে।
traditional raipura boat racing 2021 Rasel narsingdijournal.com
শ্রীনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী চানঁ মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিয়াজ মোর্শেদ খান রাসেল, সাবেক চেয়ারম‍্যান শ্রীনগর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিছুল হক কাউছার, সাধারন সম্পাদক শ্রীনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ। আরও উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার জনাব মকবুল হোসেন। পলাশতলীর সমাজ সেবক জনাব আমজাদ হোসেন নাছির, পলাশতলী সরকারী প্রাঃ বিদ‍্যালয়ের সভাপতি আব্দুল বাসেদ। সমাজ সেবক রূপমিয়া বেপারী, জাহিদুল ইসলাম জুয়েল, সামিম, উয়াসিম উদ্দিন, সাদেক সহ অন‍্যান‍্য গণ‍্যমাণ‍্য ব‍্যক্তি বর্গ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!