শিবপুরে চুরির মামলায় ১ জন জেল হাজতে প্রেরণ। ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল: নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে ছুটাবন্দ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোঃ সোয়াদ মোল্লা (৩০) কে জামিন মুনজর না করে জেল হাজতে পেরণ করেন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) নরসিংদীর বিজ্ঞ আদালত জামিন মুনজর না করে এই আদেশ দেন।
জানা যায়, গতকাল সোমবার শিবপুর মডেল থানা পুলিশ সোয়াদ মোল্লা কে চুরির মামলায় আটক করেন। পরে কোটে চালান করলে তার জামিন মুনজর না করে আদালতে পেরণ করেন।
এছাড়াও সোয়াদ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যা তদন্তাধীন রয়েছে বলে যানা যায়। সোয়াদ নানারকম অপরাধের সাথে জরীত থাকায় স্থানীয়রা তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।