বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ১৪২২ বার
আপডেট : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর শিবপুরে পুকুরের পানিতে গোসল করতে নেমে লিমন মিয়া (৯) ও জুনায়েদ মিয়া (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার সৈয়দনগর
এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার রিপন মিয়ার ছেলে লিমন ও একই এলাকার করিম মিয়ার ছেলে জুনাইদ। নিহত ওই দুই শিশু সম্পর্কে মামাত-ফুফাত ভাই।

নিহত দুই শিশুর পরিবার ও স্থানীয়রা সূত্রে যানা যায়, শুক্রবার দুপুরে লিমন ও জুনায়েদ কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়। তার পর থেকেই তাদের আর খোঁজ পাইনি। তার দু’জন এলাকার আরো কিছু শিশুদের সাথে নির্মাণাধীন বিসিক শিল্প নগরীর ভেতরের বালুর মাঠে খেলা করছিলো। একপর্যায়ে জুনায়েদ ও লিমন পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিকেল ৫টার দিকে তাদের দেখতে পেয়ে তাদের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা
ঘটনাস্থলে এসে শনাক্ত করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ জানান, ঘটনাটি আমিও শুনেছি, বাচ্ছা দু’টি পাশের একটি পুকুরে গোসল করতে নেমেছিল। পরে স্থানীয়রা বিকেল ৫টার দিকে ওই পুকুরে তাদের লাশ ভেসে উঠতে দেখেন। পরিবারের সদস্যদের খবর দিয়ে তাদের কাছে হস্থান্তর করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ কিছু জানাইনি। আমরা পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!