মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

নরসিংদী পলাশের কৃতি সন্তান ঢাকার ডিসি জনপ্রশাসন পদকে ভূষিত

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক / ১৬৩২ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
নরসিংদী পলাশের কৃতি সন্তান ঢাকার ডিসি জনপ্রশাসন পদকে ভূষিত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদীর কৃতি সন্তান ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম জনপ্রশাসন পদক -২০২০ এ ভূষিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এ পদক তুলে দেন।

এ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও একই অনুষ্ঠানে জনপ্রশাসন পদক ২০২১ প্রদান করা হয়। নরসিংদীর কৃতি সন্তান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনপ্রশাসন পদক পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

উল্লেখ্য, মোঃ শহীদুল ইসলাম পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!