নরসিংদী জার্নাল ডট কম:- নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আপেল মিয়া (২২) নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৭ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, নিহত আপেল মিয়া একজন সিএনজি ড্রাইভার। তার আজ থানায় ডিউটি করার কথা ছিলো। গাড়িতে গ্যাস লোড করার জন্য পার্শ্ববর্তী উপজেলা ভৈরব গিয়েছিলো। ভৈরব থেকে গাড়ী নিয়ে ফেরার পথে মাহমুদাবাদ ঝাড়তলা নামক স্থানে পোঁছালে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সুম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। নরসিংদী জার্নাল বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।