পলাশে অসচ্ছল সংস্কৃতিসেবীরা পেল নগদ অর্থ। ছবি: নরসিংদী জার্নাল
সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে দেয়া বিশজন সংস্কৃতিসেবীর মাঝে ৪৫ হাজার নগদ টাকা তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।