বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন

পলাশের ঘোড়াশাল আওয়ামী লীগ কার্যালয়ে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্বরণ সভা

স্টাফ রিপোর্টার / ১০৪৩ বার
আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
পলাশে-গ্রেনেড-হামলা-দিবস

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীর পলাশে ঘোড়াশাল আওয়ামী লীগ কার্যালয় চত্বরে স্বরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল: বিএনপি জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগষ্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কর্যালয়ের সমনে সন্ত্রাস বিরোধী সমাবেশ চলছিল। ততকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছিলেন। সমাবেশের শেষ পর্যায়ে শুরু হয় অতর্কিত গ্রেনেড হামলা। এতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান সহ ২৪ জন শহীদ হয়েছিলেন। আহত হয়েছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সহ শত শত নেতাকর্মী ও মানুষজন।দিবসটি পালন উপলক্ষে শনিবার (২১আগষ্ট)রাত ৮ টায় নরসিংদীর পলাশে ঘোড়াশাল আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফের সভাপতিত্বে স্বরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুল হক টিপু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু ও ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগ সভাপতি মনির হোসেন মোল্লা প্রমুখ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি অঙ্গ প্রতিষ্ঠান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!