সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যু পর পরই নিবন্ধন ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পলাশ সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা, জন্ম সনদ বিতরণ, ০-৪৫ দিন বয়সী জন্ম নিবন্ধনকৃত শিশুদের পরিবারের মাঝে অভিনন্দন ভার্তা ও গাছের চারা বিতরণ করা হয়।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।