সাব্বির হোসেন, নরসিংদী জার্নাল: পলাশে ১২৫৫ পরিবারের পাশে মজিদ মোল্লা ফাউন্ডেশন। নরসিংদীর পলাশ নির্বাচনী আসনের ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ২৫৫টি পরিবারের মাঝে ২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এই বিতরন কার্য অনুষ্ঠানের উদ্ধোধন করে বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় চালের বস্তার পাশাপাশি প্রত্যেক পরিবারের জন্য ৪টি করে মাস্ক ও যাতায়াত ভাড়া বাবদ দুইশত করে নগদ টাকা প্রদান করা হয়।
ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌর ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই প্রমুখ।