নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল: নরসিংদীর পলাশে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার চরনগরদী গ্রামের খন্দকার মুনাওয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নওফেল একই গ্রামের মৃত জমশেউর রহমানের ছেলে মোঃ মনির, উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ করিম মিয়া, পাইকসা (কান্দাপাড়া) মাঈন উদ্দিনের ছেলে সাকিল, ও ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামরুল।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন নরসিংদী জার্নাল ডট কমকে জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আসামিদের গ্রেফতারের পর নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।