মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৬ অপরাহ্ন

বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ১০০৩ বার
আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
বর্তমান_সরকার_উন্নয়নের_রাজনীতিতে_বিশ্বাসী_শিল্পমন্ত্রী
বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: শিল্পমন্ত্রী

বর্তমান সরকার অসম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: বাংলাদেশ আওয়ামীলীগ সরকার সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। সরকার সমানভাবে কাজ করছে প্রতিটি সম্প্রদায়ের মানুষের কল্যাণে। সরকার বদ্ধপরিকর দেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে।

আজ রবিবার দুপুরে নরসিংদীর মনোহরদী ডাকবাংলোতে মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দূর্গাবাড়ি মন্দির নির্মাণে মাননীয় শিল্পমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করে।

তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করে। অসাম্প্রদায়িক রাজনীতি করে। মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।

নরসিংদীতে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে আমরা সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে যুদ্ধ করেছি। আমরা স্বাধীনতা চেয়েছি, মুক্তি চেয়েছি যার জন্য যুদ্ধ করেছি আর রক্ত দিয়েছি। যার ফলেই আমরা মহান স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একটি উৎকৃষ্ঠ উদাহরণ নরসিংদী সাম্প্রদায়িক সম্প্রীতির।

এখানে জাঁকজমক ভাবে পূজা উদযাপন করি আমরা সবাই একত্রে মিলে মিশে। তাদের বাড়িতে নিমন্ত্রণ খাই আমরা পূজাতে। ধর্মীয় সংস্কৃতির এ সৌহার্দ্য সম্প্রীতির সেতুবন্ধন সূদৃঢ় রাখতে এবং দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টির পাঁয়তারা রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের য়োরম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( শিবপুর-মনোহরদী সার্কেল) মেসবাহ উদ্দিন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান,

নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুল ইসলাম মিলন প্রমুখ। পরে শিল্পমন্ত্রী মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দূর্গাবাড়ি মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা অনুদান মন্দির কমিটির কাছে হস্তান্তর করেন। এর আগেও শিল্পমন্ত্রী মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা প্রদান করেছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!