স্টাফ রিপোর্টার, নরসিংদী জার্নাল:- নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে বুধবার দুপুর ১:২০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনামূলক আলোচনা সভা, চেয়ারম্যানের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি করা হয় ও নরসিংদী জেলা পরিষদের সৌজন্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সচেতনামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য এডভোকেট মোঃ শহিদুল্লাহ শহিদ, বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ হাবিবুর রহমান (জয়নাল),আরো উপস্থিত ছিলেন বিন্নাবাইদ ইউনিয়নের সদস্যগণ ও ইউনিয়ন আওয়ামী লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সচেতনতামূলক আলোচনা সভা শেষে নরসিংদী জেলা পরিষদের সৌজন্যে উপস্থিত ব্যক্তিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাতে তুলে দেওয়া হয়।