বেলাব উপজেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন ও বিন্নাবাইদ ইউনিয়নে করোনাকালীন জনসচেতনতা ও করনীয় বিষয়ক সভা অনুষ্ঠিত। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তৃতা ও করনীয় সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন। এ সময় তিনি করোনাকালীন সময়ে হোম কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্তদের সার্বিক দেখভাল ও তাদের পরিবারে প্রয়োজনীয় রসদ সামগ্রী পৌঁছে দিতে গঠিত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে নির্দেশ প্রদান করেন। দুই ইউনিয়নে উপস্থিত সুশীল সমাজ, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সংবাদকর্মী সহ সকলের মতামত নেন। সকাল ১০ ঘটিকায় পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফরানুল হক ভূঁইয়া জামানের সভাপতিত্বে এবং ১২ টায় বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাপের সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, আমরা করোনা মহামারী নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এই মতবিনিময় সভাগুলো তারই অংশ। উপস্থিত সকলে চলমান বিধিনিষেধ ও করোনায় করনীয় সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করবেন বলে আশা রাখি। তাছাড়া এখন থেকে বাজার ও মোড়গুলোতে মহড়া আরও বাড়ানো হবে।