নিজস্ব প্রতিনিধি, নরসিংদী জার্নাল: নরসিংদীর বেলাবতে আজ সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান, পরমেশ্বর শ্রী কৃষ্ণের ৫২৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নরসিংদীর বেলাবতে স্বাস্থ্য বিধি মেনে পূজার্চনা, ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়|
আজ বেলাব মিস্ত্রি পাড়া দূর্গামন্দিরে সকাল হতে কিছু সময় অবধি এ অনুষ্ঠান উদযাপিত হয়। এ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট, বেলাব উপজেলা শাখা মন্দিরে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন। করোনা মহামারীতে র্যালী ও অন্যান্য জমায়েত বন্ধ থাকায় মন্দিরভিত্তিক সংক্ষিপ্ত কার্যক্রমেই সীমাবদ্ধ থাকে এবারের জন্মাষ্টমী।
এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোট বেলাব শাখার সভাপতি বাবু রাজীব চক্রবর্তী পিন্টু, সাধারণ সম্পাদক শিবু পাল, সিনিয়র সহ-সভাপতি রাজন কর্মকার, সাংগঠনিক সম্পাদক পলাশ মোদক অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান।